Apan Desh | আপন দেশ

‘সেরা শট পোস্টে লাগে না’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৮ মে ২০২৪

আপডেট: ১২:১৮, ৮ মে ২০২৪

‘সেরা শট পোস্টে লাগে না’

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সম্ভাবনা আছে তার। 

পিএসজির জার্সিতে এবারই তাই ইউরোপ সেরা হওয়ার শেষ সুযোগ ছিল তার। কিন্তু দুই লেগেই গোল মিস করে ওই সুযোগ হাতছাড়া করেছেন ফ্রান্সম্যান। 

ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের পর প্যারিসেও ১-০ গোলে হেরেছেন এমবাপ্পেরা। ৩০ শট নিয়ে গোল করতে না পারলেও নিজেদের অভাগা মানেন না তিনি।

ম্যাচ শেষে হারের দায় নিয়ে এমবাপ্পে বলেন, ‘দলকে যতটা সম্ভব সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু যথেষ্ট সহায়তা করতে পারিনি। বক্সে দলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলে, অবশ্যই আমার দিকে তীর আসা উচিত। কারণ আমার গোল করা উচিত ছিল। আরও নিঁখুত হতে হতো।’

আরও পড়ুন <> আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মারা গেছেন

শক্তির বিবেচনায় ডর্টমুন্ডের চেয়ে এগিয়েই ছিল পিএসজি। অথচ এমবাপ্পে-ডেম্বেলে-গঞ্জালো রামোসের মতো ফরোয়ার্ড লাইন থাকার পরও গোল করতে ব্যর্থ হয়েছে প্যারিসের দলটি। এমবাপ্পে জানিয়েছেন, দল ভালো করলে তিনি যেমন আলোর ভাগিদার হয়েছেন। খারাপ সময়ে দলের ছায়ার ভাগও নিচ্ছেন। 

বিশ্বকাপ জয়ী তরুণ ফরোয়ার্ড বলেন, ‘যখন দলের সবকিছু ভালো যায়, আমাকে আলোয় রাখা হয়। দলের খারাপ সময়ে ছায়াটাও তাই আমার উপর পড়া উচিত। সবার আগে যার গোল করা উচিত ছিল, সে হচ্ছি আমি। নিজেদের আমি অভাগা বলবো না। কারণ আপনি সেরা শটটা নিলে তা পোস্টে লাগবে না, গোলেই যাবে। তবে এটিই আসলে জীবন। দলের, আমার এবং আমাদের এটি কাটিয়ে উঠতে হবে।’   

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে