Apan Desh | আপন দেশ

ডিএসইর লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ৯ জানুয়ারি ২০২৪

ডিএসইর লেনদেন বেড়েছে

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দিনশেষে ডিএসই’র গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ছয় হাজার ২৬৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। 

ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৭ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে দুই হাজার ১০২ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। 

রোববার লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ এদিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৯৬ কোটি ৬৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৫ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ২৪টি শেয়ার এক লাখ ২৫ হাজার ১৮৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১৬৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৬ কোটি ৮২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ কোটি ২৬ লাখ।

এর পরে ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৩ কোটি ৪৭ লাখ, রূপালী ব্যাংক লিমিটেডের ১১ কোটি ৮৩ লাখ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৪৯ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ কোটি ৬ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ কোটি ৬২ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৩৮ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন>> কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

গতকাল ৯ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এরপরের অবস্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ।

রূপালী ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৭১ শতাংশ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ৮ দশমিক ১৪ শতাংশ, ফাস ফাইন্যান্স লিমিটেডের ৭ দশমিক ৪০ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ০৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৭৭ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৬৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৬ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে ১১ হাজার ১০৪ দশমিক ৬২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৬৮ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। 

এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত ছিল ৭২টির দর। সিএসইতে গতকাল মোট ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১ কোটি ৪০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১ কোটি ৪০ লাখ টাকার লেনদেন কমেছে।

সিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির গতকাল মোট ২ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এরপরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের এক কোটি ৮০ হাজার, গ্রামীণফোন লিমিটেডের ৮২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪৯ লাখ ২০ হাজার।

আরও পড়ুন>> মার্কিন শ্রমনীতি পোশাক রফতানির জন্য নেতিবাচক: পররাষ্ট্র সচিব

বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৪৫ লাখ ৩০ হাজার, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৩৭ লাখ ৬০ হাজার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩৪ লাখ ২০ হাজার, ইয়াকিন পলিমার লিমিটেডের ২৫ লাখ ১০ হাজার, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৫ লাখ এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৫ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে