Apan Desh | আপন দেশ

কারণ ছাড়া বাড়ছে ২ কোম্পানির শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪

কারণ ছাড়া বাড়ছে ২ কোম্পানির শেয়ারদর

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং খাদ্য ও আনুসঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৪ ফেব্রুয়ারি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

এদিকে, গত ৫ ফেব্রুয়ারি ফু-ওয়াং ফুডসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে বলে জানিয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের গত ৮ জানুয়ারি শেয়ার দর ছিল ৩৭ দশমিক ৬০ টাকায়। যা ৫ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪০ টাকায়। গত এক মাসে শেয়ারটির দর বেড়েছে ১৯ দশমিক ৮০ টাকা বা ৫৩ শতাংশ।

ফু-ওয়াং ফুডের গত ২১ জানুয়ারি শেয়ার দর ছিল ২৬ দশমিক ৪০ টাকায়। যা ৫ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৬ টাকায়। গত ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে নয় দশমিক ৬০ টাকা বা ৩৬ শতাংশ।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়