Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ৩০ এপ্রিল ২০২৪

সূচকের উত্থানে লেনদেন শেষ

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অঙ্কের লেনদেনও বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি ৫ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল। এরমধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি কোম্পানির। 

ডিএসইতে মোট ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়