Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারে আসছে বেস্ট হোল্ডিংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ৫ আগস্ট ২০২৩

আপডেট: ১৮:১৯, ৫ আগস্ট ২০২৩

শেয়ারবাজারে আসছে বেস্ট হোল্ডিংস

ছবি: আপন দেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের মূল মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসকে শেয়ারবাজারে আনতে আইনি ছাড় দিয়েছে। গত ২৭ জুলাই আইনি ছাড়ের বিষয়টি  গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  লা মেরিডিয়ানকে ‘সরাসরি তালিকাভুক্তির’ উদ্যোগ নিয়েছিল। তবে বিএসইসি সে প্রক্রিয়া আটকে দিয়েছিল। এখন সিএসই আইনি ছাড় দিয়ে কোম্পানিটিকে শেয়ারবাজারে আসার পথ সহজ করে দিয়েছে। কোম্পানিটি গত বছর শেয়ারবাজারে আসার জন্য বিএসইসিতে আবেদন জমা দিয়েছে।

 রাজধানীর নিকুঞ্জ এলাকার ‘লা মেরিডিয়ান’ হোটেল ছাড়াও বেস্ট হোল্ডিংসের আওতায় ম্যারিয়টসহ আরও কয়েকটি হোটেল এবং বিলাসবহুল ভিলা ও রিসোর্ট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বেস্ট হোল্ডিংস বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে চায়।

আপন দেশ/ এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়