Apan Desh | আপন দেশ

ঢাকায় স্বস্তির খানিক বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৩ মে ২০২৪

আপডেট: ০১:১১, ৩ মে ২০২৪

ঢাকায় স্বস্তির খানিক বৃষ্টি

ছবি : সংগৃহীত

বৈশাখের তীব্র খরতাপে পুড়ছিল দেশ। তাপপ্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছিল। অবিশ্বাস্য এক এপ্রিল পার করেছি আমরা। অবশেষে মে মাসে বৃষ্টির দেখা মিলেছে। তাপদাহ শেষে চলতি মাসে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস ও আবহাওয়াবিদরা। তাই হতে শুরু করেছে। টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে ঠাণ্ডার অনুভূতি সৃষ্টি হয়। তবে এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে বৃষ্টি পড়ার খবর পাওয়া যায়। এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাতে দেখা যায়। সর্বশেষ দিবাগত রাত ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার আকাশ গুড়গুড় ডাক ছাড়ে। অনেক জায়গায় ফোটায় ফোটায় অল্প বৃষ্টি ঝরে। অঝোরে বৃষ্টি আসবে এমন ভাব মনে হচ্ছিল আকাশের গর্জনে। 

এদিকে পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রাত সাড়ে ৯টার আগেই থেমে যায় বৃষ্টি। বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পুরান ঢাকার বাসিন্দারা। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন। বৃষ্টির খবর জানিয়ে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

আরও পড়ুন <> বজ্রপাতে পাঁচ জেলায় ১১ প্রাণহানি

ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জেও হালকা বৃষ্টি হয়েছে। রাত পৌনে ৯টার দিকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় আকাশে মেঘের গর্জন শোনা যায়। বিদ্যুৎ চমকাতেও দেখা গেছে। অনেকেই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে আসেন।

পুরান ঢাকায় বৃষ্টির বিষয়ে জানতে চাইলে আবহাওয়ার অধিদফতরের আবহাওয়াবিদন মনোয়ার হোসেন বলেন, ‘আমরাও শুনেছি পুরান ঢাকায় কিছুটা বৃষ্টি হয়েছে। তবে ওই এলাকায় আমাদের পর্যবেক্ষণ যন্ত্র না থাকায় আমরা বৃষ্টির বিষয়ে কোনো তথ্য পাইনি।’
শুক্রবার (৩ মে) বৃষ্টি হতে পারে কিনা সে প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন বলেন, শুক্রবার ঢাকা বিভাগের কয়েক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে প্রচণ্ড তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার ভোর থেকে স্বস্তির বৃষ্টি হয়েছে। এদিন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেটে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে বৃহস্পতিবারের বৃষ্টির সময় দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় চার, রাঙামাটিতে তিন, কক্সবাজারে দুই এবং খাগড়াছড়ি ও সিলেটে একজন করে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়