Apan Desh | আপন দেশ

নিজের বাস পুড়তে দেখে জ্ঞান হারান মালিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৩, ২০ নভেম্বর ২০২৩

নিজের বাস পুড়তে দেখে জ্ঞান হারান মালিক

ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা দুরপাল্লার একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দেয়া আগুনে উপার্জনের একমাত্র সম্বল বাসটি পুড়ার দৃশ্য দেখে ওই বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তিনি জ্ঞান ফিরে পান।

দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালি থানা এলাকায়। বর্তমানে তারা শহীদ বরকত সরণি এলাকার মাহবুব মোল্লার বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন। সেখান থেকে দেলু তুরাগ পরিবহন নামে তার গাড়িটি ঢাকা-শেরপুর  রুটে চালান। নিজের গাড়ি তিনি নিজেই চালান। টিপ দিয়ে শনিবার রাতে গাড়িটি তিনি বাসার সামনের সড়কের পাশে পুকুর পাড় দাঁড় করে রাখেন। রোববার দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরে এলাকাবাসী আগুন নেভায়।

চাচাতো ভাই সাগর আরো জানান, দেলু তার শেষ সম্বল সাত কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কিনেছেন। এজন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। কিন্তু গাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে গাড়ির কাছে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এখন দেলু কীভাবে বাসের কিস্তির টাকা পরিশোধ করবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

গাজীপুর মহানগরীরর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, শহীদ বরকত সরণীর সড়কের পাশে পুকুর পাড় দাঁড় করানো বাসে অগ্নিসংযোগের খবর শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে