Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ১৯ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

ফাইল ছবি

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পেট্রোবাংলার দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে ত্রুটির ধরন নিয়ে কিছু জানানো হয়নি।

এদিকে শুধু চট্টগ্রাম নয়, আজ সকাল থেকেই ঢাকা ও নারায়ণগঞ্জের অনেক এলাকায়ও গ্যাস সংকট দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতের কারণে দেশের অন্যান্য এলাকায় গ্যাসের চাপ কম। দেশীয় গ্যাসের উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন>> সংসদে বিরোধী দল জাপা, খবরটি ভুল

সংস্থাটি বলেছে, ত্রুটি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ চলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও কোম্পানিগুলো সার্বক্ষণিক তদারকি করছে।

এছাড়াও গ্যাস সরবারাহ বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন পেট্রোবাংলা। এদিকে গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে