Apan Desh | আপন দেশ

শ্যামনগরে ট্রাক্টরের চাপায় নিহত ১

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১৬:১৪, ২৩ মে ২০২৪

শ্যামনগরে ট্রাক্টরের চাপায় নিহত ১

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার হায়বাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল করিম (৩২) উপজেলার দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল করিম মোটরসাইকেলে নওয়াবেকী বাজারের দিক থেকে শ্যামনগর সদরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসতাপাল মর্গে পাঠানো হয়ে‌ছে।

আপন দেশ/এফএইচ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ