Apan Desh | আপন দেশ

জামালপুরে মহিলা মাদ্রাসায় হামলা ভাঙচুর

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১ আগস্ট ২০২৩

জামালপুরে মহিলা মাদ্রাসায় হামলা ভাঙচুর

ছবি : আপন দেশ

জামালপুর: জামালপুরে আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মহিলা শাখায় হামলা ভাংচুর করেছে সাবেক বিএনপির যুগ্ন সম্পাদক মিলন আনসারী।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে শহরের শহীদ হারুন সড়কের চামড়াগুদাম এলাকায় এ ঘটনা ঘটছে। 

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: হাসান আলী বলেন, সকালে মিলন আনসারী আতর্কিত হামলা চালিয়ে মহিলা শাখার টিনের বাউন্ডারী ভাংচুর শুরু করে। ভাংচুরের এক পর্যায়ে লাঠি নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে আমাদের মারতে তেড়ে আসে। স্থানীয় মুসুল্লিরা সন্ত্রাসী মিলন আনসারীর হাতে থেকে আমাদের রক্ষা করে।

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ডা. আহমদ ইউনুস বলেন, বিনা কারনে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুরকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: সুদের টাকা না পেয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে নিয়ে গেল গরু

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মো. মোফাজ্জল হোসেন বলেন, মাদ্রাসার উপর হামলা চালিয়ে আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। হামলাকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

অভিযোগ বিষয়ে মিলন আনসারী বলেন, রাতে বাড়ি ফেরার পথে মাদ্রাসার টিনের বাউন্ডারীর সাথে আমার গাড়ী ধাক্কা খায়। আমি রাগান্বিত হয়ে মাদ্রাসার টিনের বেড়া ভাংচুর করেছি। সেটা আমার ভুল হয়েছে।

এ ব্যপারে মাদ্রাসার সাধারন সম্পাদক ডা. আহম্মদ ইউনুস বাদি হয়ে মিলন আনসারীসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়