Apan Desh | আপন দেশ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় কোরিয়ান জাহাজ

প্রকাশিত: ১৯:৩৩, ১৪ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় কোরিয়ান জাহাজ

ছবি : আপন দেশ

বাগেরহাট: যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জন্য এক হাজার ৭০০ মেট্রিকটন মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি  হুয়াইয়ন হোপ’।

সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাহাজটি বন্দরের পাঁচ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে, ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজের মালামাল রয়েছে। এসব প্যাকেজে সেতুর মূল অবকাঠামোর জন্য মেট্রিকটন মালামাল রয়েছে।

তিনি জানান, জাহাজ থেকে মালামালগুলো খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।

আরও পড়ুন: মোংলা বন্দরে প্রথমবার ভিড়েছে সাড়ে ৮ মিটার গভীর জাহাজ

উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং-০৯, ১৭ মে এম ভি সান ইউনিটি ও ৪ জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়