Apan Desh | আপন দেশ

ভারতে কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ভারতে কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

ছবি: সংগৃহীত

ভারতে কৃষকদের ধর্মঘট চলছে। ‘গ্রামীণ ভারত বন্ধ’ ও ‘চাক্কা জ্যাম’ নামে সকাল-বিকেল অবরোধ করছে কৃষকরা। পাঞ্জাব ও হরিয়ানায় দোকানপাট, বাণিজ্যিক সব কেন্দ্র বন্ধ রয়েছে। খবর হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ‘গ্রামীণ ভারত বন্ধ’ পালনের ডাক দেয়া হয়। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষকরা ‘চাক্কা জ্যাম’ পালন করবে। এ সময়ে দেশজুড়ে সব সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখার ডাক দেয়া হয়।

পাঞ্জাব সড়ক পরিবহন, পানবাস এবং পিআরটিসি কন্ট্রাক্ট ওয়ার্কাস ইউনিয়ন কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। সকাল থেকেই বাস চলাচল বন্ধ রেখেছে। এর ফলে পাঞ্জাবের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে, সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে দিল্লির প্রবেশ মুখগুলোতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, চার ঘণ্টার ‘চাকা জ্যাম’ কর্মসূচির জেরে উত্তর ভারতের বিভিন্ন রাস্তা বন্ধ রয়েছে। পঞ্জাব, হরিয়ানার মতো জায়গায় ট্রেন আটকানোর শঙ্কা রয়েছে। পঞ্জাবে ‘রেল বন্ধ’ কর্মসূচির জেরে বৃহস্পতিবারই উত্তর রেলওয়ের কমপক্ষে ৩০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে।

কেন ‘দিল্লি চলো’ ডাক?
আইনের মাধ্যম সব শস্যের ন্যূনতম সহায়ক মূল্য, ১০০ দিনের কাজের প্রকল্প আরও জোরদার করা, সব কর্মীদের পেনশন-সহ একগুচ্ছ দাবি তুলেছেন কৃষকরা। দাবি পূরণের জন্য ‘দিল্লি চলো’ ডাক দেয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্য থেকে মিছিল শুরু করেন কৃষকরা। কিন্তু দিল্লিতে ঢোকার আগেই তাদের আটকে দেয়া হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে