Apan Desh | আপন দেশ

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ১০ জুলাই ২০২৩

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলার ঘটনায় ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। বিবিসিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উ নামের ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। 

লিংজাং কাউন্টির স্থানীয় নগর সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিক্ষক, দুই অভিভাবক ও তিন শিক্ষার্থী রয়েছেন।

সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হামলা হয়। এরপর ৮টায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এটি একটি ইচ্ছাকৃত হামলার ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

চীনে সহিংসতা হামলার ঘটনা বিরল, কিন্তু গত কয়েক বছরে দেশটি পরপর বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা দেখেছে যার অনেকগুলোই ঘটেছে স্কুলে।

গত বছরের আগস্টে জিয়াংশি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলার এক ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছিল। 

২০২১-এর এপ্রিলে হুয়াংশি সুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইলিউ শহরে ছুরি হামলার আরেক ঘটনায় দুটি শিশু নিহত ও ১৬ জন আহত হয়েছিল। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়