Apan Desh | আপন দেশ

খালেদা জিয়া বাসায় ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৩ মে ২০২৪

খালেদা জিয়া বাসায় ফিরেছেন

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে এক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২ মে) রাতে গুলশানের বাসায় ফিরেছেন। বুধবার (১ মে) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, সাবেক এ প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেয়ার পরই তার স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা করা হয়। মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করে আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দেন।

বৃহস্পতিবার সারা দিনে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। বিকালে এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাকে বাসায় রেখেই চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকেরা।

তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিক্যাল বোর্ডের সদস্যরা আবারো খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।

জাহিদ হোসেন উল্লেখ করেছেন, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার রক্তনালিতে যে অস্ত্রোপচার করা হয়েছিল, এটি সাময়িক চিকিৎসা। এর নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সে কারণে এখন জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

গত ৩০ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা দেয়া হয়েছিল। সে সময় তিন দিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন।

আরও পড়ুন <> খালেদা জিয়া সিসিইউ থেকে কেবিনে

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করানো হয়েছিল। স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাকে বাসায় নেয়া হয়েছিল।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়