Apan Desh | আপন দেশ

ডিএসইতে দুই ঘণ্টায় ৩২৮ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২ মে ২০২৪

ডিএসইতে দুই ঘণ্টায় ৩২৮ কোটি টাকা লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। পাশাপাশি লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৩২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক চার দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ছয় দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ০২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়