Apan Desh | আপন দেশ

বৃষ্টিতে ভেসে গেছে কোটি টাকার মাছ

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১০:৩৪, ৯ অক্টোবর ২০২৩

আপডেট: ১৬:০১, ৯ অক্টোবর ২০২৩

বৃষ্টিতে ভেসে গেছে কোটি টাকার মাছ

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণে ময়মনসিংহের প্রায় সাড়ে চার হাজার হেক্টর এলাকার মৎস্যখামার ও পুকুর তলিয়ে গেছে। এতে করে খামারও পুকুরের সব মাছ বের হয়ে গেছে। হঠাৎ এভাবে বৃষ্টিতে মাছ বের হয়ে যাওয়ায় মাছচাষি ও হ্যাচারি মালিকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে এখন পর্যন্ত আমরা জেনেছি, জেলার সাড়ে চার হাজার হেক্টর এলাকার পুকুর ও জলাশয় তলিয়ে গেছে। এ কারণে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ বের হয়ে গেছে।’

তিনি আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ত্রিশাল, ভালুকা এবং ময়মনসিংহ সদরের মাছ চাষিরা। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ত্রিশালের ধলা এলাকার শাপলা হ্যাচারির মালিক মোহাম্মদ আলী বলেন, ‘আমার হ্যাচারিতে ২৮টি পুকুর ছিল। সবগুলোই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সব মাছ পুকুর থেকে বের হয়ে গেছে।’ আনুমানিক ১০ কোটি টাকার মাছ পুকুর থেকে বের হয়ে গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন <> খামারের হাঁসের মাংস বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে

গৌরীপুরের বর্মণ হ্যাচারির মালিক যতীন্দ্র বর্মণ জানান, তার হ্যাচারিতে ১৮টি পুকুর ছিল। বৃষ্টির পানিতে সবগুলো তলিয়ে গিয়ে মাছ বের হয়ে গেছে। হ্যাচারির বাইরে দুটি পুকুর ছিল। ওই দুটি পুকুরের মাছ অবশিষ্ট আছে। প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকার মাছ তার হ্যাচারি থেকে বের হয়ে গেছে, দাবি যতীন্দ্র বর্মণের।

ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদীয়া গ্রামের মাছ চাষচাষি কামরুল হাসান জানান, শুধু তিনি নিজে না, আশপাশের অধিকাংশ মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বৃষ্টির কারণে। বেশির ভাগ পুকুর তলিয়ে গেছে এবং মাছ বাইরে বের হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারিভাবে সহযোগিতা করলে আবারো তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল থেকে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়