Apan Desh | আপন দেশ

পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক বন্ধ, নেমেছে সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ৪ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:৫১, ৪ আগস্ট ২০২৩

পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক বন্ধ, নেমেছে সেনাবাহিনী

নীল‌গি‌রি ও জীবন নগরের মধ্যবর্তী স্থা‌ন। ছবি: সংগৃহীত

বান্দরবানে টানা দুইদিনের বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ‌্যবর্তী স্থানের পাহাড় ধসের ঘটনা ঘটে।সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে। 

থান‌চি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, বৃহস্পতিবার (৩ আগস্ট) মাঝ রাতে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে বিশাল আকৃতির একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ শুরু করে। কিন্তু বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় তারা ব‌্যর্থ হয়। বর্তমানে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়