Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ১৭ নভেম্বর ২০২৩

আপডেট: ০০:০৫, ১৮ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার ১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে। এরপর থেকে রেল চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে।

কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে, আপাতত বলা যাচ্ছে না বলেও জানান জসিম উদ্দিন ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ