Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১১:৩৪, ২১ জানুয়ারি ২০২৪

আপডেট: ১১:৩৭, ২১ জানুয়ারি ২০২৪

ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর

ছবি : আপন দেশ

সিলেটের জৈন্তাপুরে শুক্রবার (১৯ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী নিহত হন। এ ঘটনার পর স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। 

এ সময় তারা ভাঙচুর করে এ্যাম্বুলেন্স, জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জামসহ হাসপাতালের আসবাবপত্র। এ ছাড়া কর্তব্যরত ডাক্তারকে মারধর ও হাসপাতালের গ্যারেজে থাকা একটি নতুন জিপ গাড়িও জ্বালিয়ে দেয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) সালাহ্উদ্দিন মিয়া। তিনি বলেন, শুক্রবার রাতে দুর্ঘটনার পর প্রথমে দু’জনের মরদেহ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা। এ সময় কর্তব্যরত চিকিৎসক (ইএমও) হিল্লোল সাহা দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর আরও দু’জনকে নিয়ে আসেন কয়েক জন। তবে এই দু’জনও আগে থেকেই মৃত ছিলেন। তাই আমাদের কিছুই করার ছিলো না।

আরও পড়ুন <> মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত

টিএইচও সালাহ উদ্দিন মিয়া বলেন, নেতাকর্মীদের সামনেই আমরা ইসিজি করে দেখিয়েছিলাম যে তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। কিন্তু তারা মানতে রাজি নন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা আমাদের চিকিৎসকের গায়ে হাত তুলে জরুরি বিভাগসহ হাসপাতালে ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে। তারা অন্তত দুই থেকে তিনশ লোক ছিলেন। 

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ডা. সালাহ উদ্দিন মিয়া বলেন, দুইটি গাড়ি গ্যারেজে ছিল। তারা গ্যারেজের তালা ভেঙে একটি এ্যাম্বুলেন্স ভাঙচুর করে আর অপরটি সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। এ ছাড়া হাসপাতালের আসবাবপত্র ও জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা আবেগের বশবর্তী হয়ে এমনটি করেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়