Apan Desh | আপন দেশ

অবশেষে ডিম আমদানির অনুমতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে ডিম আমদানির অনুমতি দিল সরকার

ফাইল ছবি

ঢাকা:  দেশে বেশ কিছুদিন যাবতই ডিমের দাম চড়া। এ অবস্থায় বাজারে স্থিতিশীলতা আনতে বিভিন্ন মহল থেকে ডিম আমদানির অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্চিল। এরই প্রেক্ষিতে অবশেষে পাঁচ শর্তে চার প্রতিষ্ঠানকে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুমতি দেয়া প্রতিষ্ঠানগুলোকে ‘যত দ্রুত সম্ভব’ ডিম দেশে আনতে বলা হয়েছে। আমদানি করা ডিম খুচরাপর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, প্রথমিকভাবে চারটি প্রতিষ্ঠানের প্রতিটিকে এক কোটি করে ডিম আমদানির  অনুমতি দেয়া হয়েছে। আমাদের লক্ষ্য দেশের বাজারে ডিমের দাম কমিয়ে আনা। সেজন্য আমদানির অনুমতি দেয়া শুরু হয়েছে। ডিমের দাম না কমা পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব।

দেশে ডিমের দাম বেড়ে যাওয়ার পর কয়েকটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমতি চেয়েছিল। বাণিজ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে বাজারে ডিমের দাম না কমলে আমদানির অনুমতি দেয়া হবে। এরই প্রেক্ষিতে রোববার (১৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির এই অনুমতি দেয়।


তিনি জানান, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আপাতত চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চার প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তারপরও বাজারে দাম কমেনি। ফলে অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত ডিম আমদানির অনুমতি দিলো সরকার।

পাঁচ শর্ত:  এদিকে ডিম আমদানির জন্য সরকার পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। সেই হিসাবে আমদানি করা ডিম দিয়ে একদিনের চাহিদা পূরণ করা যাবে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়