Apan Desh | আপন দেশ

‘উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৯ জুলাই ২০২৩

আপডেট: ২০:৫৪, ৯ জুলাই ২০২৩

‘উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না’

ফাইল ছবি: পরীমনি

নতুন করে ঝামেলায় চিত্রনায়িকা পরীমনি। রাজের সংসার সামলাতে গিয়ে গলদগর্ম তিনি। আছে নাসিরের মামলাসহ মাদক মামলা। আজ রোববার হাজিরা দিতে না পারায় আতালত ক্ষুব্ধ হয়েছে। ওদিকে আয়কর সংক্রান্ত ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব (এনবিআর) ভবনে অবস্থিত ট্যাক্সেস আপিলাট ট্রাইব্যুনালে যান পরীমনি। 

মূলত আয়কর সংক্রান্ত বিষয়ে আপিলের শুনানিতে অংশ নিতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন তিনি। অবশ্য এ বিষয়ে এখনো মুখ খোলেননি পরিমনি।

ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের কক্ষে ১০ মিনিট অবস্থান শেষে বেরিয়ে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, কেন?, আমি কি আসতে পারি না?’ কর সংক্রান্ত বিষয়ে এনবিআর ডেকেছিল কিনা- এমন প্রশ্নে তিনি হাসতে হাসতে বলেন, ‘হায় হায়, উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না।’

আরও পড়ুন <> উরফি জানালেন কার সঙ্গে, কোথায় ডেটে যেতেন

ট্যাক্সেস আপিলাট ট্রাইব্যুনালের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অ্যাসেসমেন্ট তার কিছু খরচের প্রমাণাদি ট্যাক্স অফিস চেয়েছিল। সেটা তিনি দেখাতে পারেননি। সেটির ওপর ট্যাক্স আরোপ হলে তিনি আপিল করেছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীমনি ট্যাক্স জোন-১২ এর অধীনে আয়কর প্রদান করেন। ট্যাক্স জোন-১২ এর ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) জালিস মাহমুদ বলেন, ২০১৮-১৯ করবর্ষে ফাইলে অ্যাসেসমেন্টে বেশি কর (রিটার্ন জমা দেয়ার সময় যে কর দিয়েছিলেন, তার চেয়ে) এসেছিল। দুই মাস আগে ওই বকেয়া কর আদায়ে আইনগত প্রক্রিয়া শুরু হলে তিনি আপিলাট ট্রাইব্যুনালে আপিল করেন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে হাজিরা দিতে না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। ক্ষুব্ধ হয়ে আদালত পরীমনির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘উনি কেন আসতে পারবেন না? মিডিয়ার লোক হয়েছে তাতে কী হয়েছে? অনেক ভিআইপি, এমপি, মন্ত্রীও আদালতে হাজিরা দিতে আসেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বন্দুকধারীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান পরিবর্তন করেনি পশ্চিমা বিশ্ব: ফখরুল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনায় আক্রান্ত সার আত্মসাৎ মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেফতার ২ নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণ আক্তারের রিট ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন