Apan Desh | আপন দেশ

ঢাকার জন্য দিল্লির সহায়তা আরও কমলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৭:২১, ২ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকার জন্য দিল্লির সহায়তা আরও কমলো

ফাইল ছবি

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য ছিল উদার। সর্বাত্মক সহযোগিতাও করেছে। নয়াদিল্লির প্রতি বরাবরই নতজানু ঢাকা। নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাকাতে হয় ওদিকেই। নতজানুর ধরন বোঝাতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন দুই দেশকে ‘স্বামী-স্ত্রীর সর্ম্পক’ আখ্যা দিয়েছিলেন। দিন যত যাচ্ছে দেয়ার হাত গুটিয়ে নিচ্ছে ভারত। তাদের বিদেশি সহায়তা বাজেটে বাংলাদেশের নাম শ্রীলঙ্কার আগে। তালিকার সবার নিচে শ্রীলঙ্কা।

ভারতের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। দেশটি বৈদেশিক সহায়তা তহবিলে ৫ হাজার ৬০০ কোটি রুপিরও বেশি বরাদ্দ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটির এই বৈদেশিক সহায়তা তহবিলের সিংহভাগই পাচ্ছে প্রতিবেশী ভুটান। নয়া বাজেটে বাংলাদেশকেও সহায়তা দিতে বরাদ্দ হয়েছে নির্দিষ্ট পরিমাণ অর্থ। 

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করেন। বাজেটে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বৈদেশিক সহায়তা তহবিলে বরাদ্দ দেয়া হয়েছে ৫ হাজার ৬৬৭ দশমিক ৫৬ কোটি রুপি। 

এই অর্থের সিংহভাগই বরাদ্দ করা হয়েছে ভুটানের জন্য। ভারত সরকার দেশটিতে সহায়তায় বরাদ্দ রেখেছে ২ হাজার ৬৮ দশমিক ৫৬ কোটি রুপি। অর্থাৎ, প্রায় অর্ধেকই দেয়া হবে দেশটিকে। ভুটানকে বিপুল পরিমাণ সহায়তা দিলেও মালদ্বীপের জন্য যথেষ্ট কম অর্থ বরাদ্দ। দেশটির জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ কোটি রুপি। আগের অর্থবছরে, অর্থাৎ ২০২৩-২৪ সালে এর পরিমাণ ছিল ৭৭০ দশমিক ৯০ কোটি রুপি।

আরও পড়ুন>> ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বরাদ্দের তালিকায় দ্বিতীয় নেপাল। দেশটির জন্য বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি রুপি। ভুটান, নেপাল ও মালদ্বীপের পর সবচেয়ে বেশি সহায়তা বরাদ্দ পাবে মিয়ানমার। ২৫০ কোটি রুপি। এরপরই আছে আফগানিস্তানের অবস্থান। নয়াদিল্লি কাবুলকে দেয়ার জন্য বরাদ্দ করেছে ২০০ কোটি রুপি। 

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম সহায়তা বরাদ্দ পাওয়া দুই দেশ- বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ ১২০ কোটি রুপি, যা আগের বছর ছিল ১৩০ কোটি রুপি। তার আগের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরেও বরাদ্দ করা হয়েছিল ১৩৩ কোটি রুপির কিছু বেশি। ভারতের চলতি অর্থবছরে শ্রীলঙ্কার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৭৫ কোটি রুপি। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৬০ কোটি রুপি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়