Apan Desh | আপন দেশ

সাহিত্য পুরস্কার পেলেন সোহেল অটল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৪৪, ২৮ এপ্রিল ২০২৪

সাহিত্য পুরস্কার পেলেন সোহেল অটল

পুরষ্কার গ্রহণ করছেন সাংবাদিক ও লেখক সোহেল অটল। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল। প্রতিবছর লেখকদের সাহিত্য পুরস্কার দেয়ার ধারা চালু করেছে। এ বছর গল্প-উপন্যাস ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক ও লেখক সোহেল অটল। কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ লেখার জন্য এ পুরস্কার পান।

রোববার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বি-বাষিক সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করা হয়। 

পুরস্কার গ্রহণ করে সাংবাদিক ও সাহিত্যিক সোহেল অটল বলেন, ‘পুরস্কার প্রাপ্তি আনন্দের। লেখকের জন্য প্রেরণাদায়ক। ঢাকা সাব এডিটরস কাউন্সিল ও জুরি বোডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

এ বছর শিশু সাহিত্য, অনুবাদ, গল্প-উপন্যাস ও কবিতা ক্যাটাগরিতে বিভিন্ন সাহিত্যিককে ঢাকা সাব এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার দেয়া হয়। জুরি বোড প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দেশের খ্যাতনামা ঔপন্যাসিক সেলিনা হোসেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা।

আপন দেশ/এবি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়