Apan Desh | আপন দেশ

সরদঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৩১, ১১ এপ্রিল ২০২৪

সরদঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠা নামার দড়ি ছিঁড়ে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এসময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাশরিফ-৪ লঞ্চটির ওঠানামার দড়ি ছিঁড়ে যায়। এতে ওই লঞ্চের পাঁচ যাত্রী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে গিলে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়