Apan Desh | আপন দেশ

ড্রাইভিং লাইসেন্সমিলবে ২০ দিনে : সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ১৩ মে ২০২৩

আপডেট: ১৭:৩৪, ১৩ মে ২০২৩

ড্রাইভিং লাইসেন্সমিলবে ২০ দিনে : সচিব

ফাইল ছবি

ড্রাইভিং লাইসেন্সসহ অন্য সুযোগ-সুবিধার জন্য আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যেই পৌঁছে যাবে আপনার বাড়ি। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে যেতে আর হবে না।

শনিবার (১৩ মে) দুপুরে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানান। 

সচিব আরও বলেন, বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেই। একেকটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফোন-ফ্যাক্সের দোকান এখন বিআরটিএ অফিস।অনলাইনে আবেদন করার পরই ফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়।একইভাবে লাইসেন্স প্রদানের সময়ও জানিয়ে দেওয়া হবে।অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, পাঁচ থেকে সাত বছর ধরে বিআরটিএ অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি, অনেক আবেদন হারিয়ে গেছে আবার আবেদনে ভুল রয়েছে। তাদের লাইসেন্স পেতে এখনো অপেক্ষা করতে হবে। তবে দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি।

পরে মুজিবনগরের মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়া প্রমুখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বন্দুকধারীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান পরিবর্তন করেনি পশ্চিমা বিশ্ব: ফখরুল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনায় আক্রান্ত সার আত্মসাৎ মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেফতার ২ নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণ আক্তারের রিট ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন