Apan Desh | আপন দেশ

পুড়ে ছাই

নগরীর বস্তি পোড়ার গন্ধ অভিন্ন, তদন্ত রিপোর্ট যায় অতলে

নগরীর বস্তি পোড়ার গন্ধ অভিন্ন, তদন্ত রিপোর্ট যায় অতলে

রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠা বস্তিতে কিছুদিন পরপরই আগুনে পোড়ার ঘটনা ঘটে থাকে। মোহাম্দপুর, কড়াইল, বনানী টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি দিনের নয়। এরপর আজ হাজারীবাগের বস্তি। বিশেষ দিনে-রাতে এমন অঘটনে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোনো দুর্ঘটনার পর সাধারণত হোতাদের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন প্রভৃতি আয়োজন করে কিছুদিন বেশ সরব ভূমিকা পালন করা হয়। পরে বিষয়টি বিস্মৃতির অতলে হারিয়ে যায়। হাজারীবাগের ঘটনাও কি তেমনই-প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। এখানে আগুন লাগে। দ্রুততম সময়ের আগুনে মসজিদসহ প্রায় আড়াই শত মাদ্রাসা শিক্ষার্থীর ট্রাঙ্ক সব কিছু পুড়ে গেছে। ঈদের ছুটিতে যাওয়ার সময় প্রয়োজনীয় বইসহ মালামাল রেখে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু্ক্ষাই হয়নি কিছুই। বলছিলেন-হাজারীবাগের ঝাউচরের আগুনে পুড়ে যাওয়া মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ফরিদ আহমেদ।

০৫:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement