Apan Desh | আপন দেশ

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’, ট্রাকের হুমকি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২ জানুয়ারি ২০২৪

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’, ট্রাকের হুমকি

ছবি: আপন দেশ

নৌকা প্রতীকে ভোট দিলে ছেঁচি (পিষে) ফেলার হুমকি দিয়েছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। গত সোমবার বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে এ মন্তব্য করেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থক। এবং তার প্রধান নির্বাচনী সমন্বয়কও।

নৌকার ভোটারদের পিষে ফেলার হুমকি দেয়া ৪৩ সেকেন্ডের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে এবিএম জাফর উল্যাহকে বলতে শোনা যায়, ‘নির্বাচনের আগে কাদিরপুর ইউনিয়নে এটাই সমাপনী গণসংযোগ। অতএব বলছি, কাদিরপুরের একটা লোকও যদি ডান-বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন।’

“যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন ওদেরও কাদিরপুর থাকার অধিকার নেই। তাড়িয়ে দিবেন এখান থেকে। দুই একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।”

আরও পড়ুন>> ‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা বলতে পারছি না’

অভিযোগ নাকচ করে দিয়ে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, নৌকার বিরুদ্ধে এ ধরনের কথা আমি বলিনি। তবে যারা এ ধরনের অভিযোগ করছে তারাই এক সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছে।   

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, এটা নিয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপন দেশ/জিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বন্দুকধারীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান পরিবর্তন করেনি পশ্চিমা বিশ্ব: ফখরুল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনায় আক্রান্ত সার আত্মসাৎ মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেফতার ২ নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণ আক্তারের রিট ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন