Apan Desh | আপন দেশ

বাগেরহাটে চিংড়ি চাষে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ৮ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:০০, ৮ আগস্ট ২০২৩

বাগেরহাটে চিংড়ি চাষে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কর্মশালা

ছবি : সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটে চিংড়ি চাষে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে জেলা মৎস কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদফতরের খুলনার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপকুলের মৎস জীবিদের জীবন মান উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি প্রমুখ।

>>>আরও পড়ুন: বাগেরহাটে টয়লেটে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

বক্তারা বলেন, নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চিংড়ি চাষ অনেক বড় ভুমিকা রাখতে পারে। পুরুষের পাশাপশি নারী চিংড়ি চাষীদের দক্ষ করার জন্য মৎস্য অধিদফতর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়া নারী চিংড়ি চাষীদের সাবলম্বী করতে মৎস্য অধিদফতরের নানা পরিকল্পনা রয়েছে বলে জানান।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী চিংড়ি চাষী, মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা  অংশগ্রহণ করেন।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ