Apan Desh | আপন দেশ

ভারতের ৫০ হাজার টন পেঁয়াজ আসছে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

ভারতের ৫০ হাজার টন পেঁয়াজ আসছে

ফাইল ছবি

নিষেধাজ্ঞা তুলে নেয়ার এবার বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির রফতানিকারকরা আগামী ৩১ মার্চ পর্যন্ত এ পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে। 

বৃহস্পতিবার ভারতের ভোক্তা বিষয়ক দফতরের সচিব রোহিত কুমার সিং নয়াদিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

বাংলাদেশ ছাড়াও মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ার কথা জানান তিনি। বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যবসায়ীদের এ পরিমাণ রফতানির অনুমতি দেয়া হয়েছে।

নয়াদিল্লির ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ এবং অন্য তিনটি দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে, ৩১ মার্চ পর্যন্ত ভারতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত।

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম দুইশ টাকা ছাড়িয়ে যায়। এর পর ভরা মৌসুমেও দেশে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়