Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব স্কুলে পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২২:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব স্কুলে পালন করতে হবে

ফাইল ছবি

সব শিক্ষা প্রতিষ্ঠানকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা দেয়া হয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর অফিস আদেশ দিয়েছে।  

জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শিক্ষার্থীরা যাতে তা স্কুল-কলেজের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করে, সেই ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

পতাকা টানানোর বিষয়ে মাউশি অফিস আদেশে বলেছে, দিবসটি পালনে সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করতে হবে, যা নামাতে হবে সূর্যাস্তের সময়।

আদেশটি মাউশির আওতাধীন সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়