Apan Desh | আপন দেশ

ভারতকে চুক্তির ৩১ ড্রোন দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৪

ভারতকে চুক্তির ৩১ ড্রোন দেবে না যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ড্রোন কেনাবচা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ভারত। তিন বিলিয়ন ডলার। মোট ৩১ ড্রোন দেয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। তবে সেই সিদ্ধান্ত বদলিয়েছে। ড্রোন হস্তান্তর করবে না মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুর মৃত্যু হয়। এটিকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি কানাডার। এ বিষয়ে ভারতকে দায়ী করা হয়। নয়াদিল্লি এর ‘অর্থপূর্ণ তদন্ত’ না করলে ড্রোন দেবে না যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম দ্য ওয়্যালের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রস্তাবিত ড্রোনগুলোর মধ্যে ১৫ ছিল ‘সি গার্ডিয়ান’। অর্থাৎ এগুলো ভারতের নৌবাহিনীর পাওয়ার কথা ছিল। ‘স্কাই গার্ডিয়ান’ নামে বাকি ১৬ ড্রোনের মধ্যে আটটি করে ভারতের বিমানবাহিনী ও সেনাবাহিনীর।

গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চুক্তিটি করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ড্রোন নয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমুদ্রে টহল দেয়ার জন্য বিমান কেনারও কথা ছিল ভারতের। ছোট-বড় সবগুলো চুক্তির বাস্তবায়নই এবার থেমে গেল।

আরও পড়ুন>> মালদ্বীপের শীর্ষ আইন কর্মকর্তাকে হাতুড়িপেটা

জানা গেছে, রাষ্ট্রীয় এজেন্টের সহযোগিতায় পান্নুকে হত্যা চেষ্টার যে অভিযোগ, তা নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ ভারতের ওপর ক্ষুব্ধ। অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে তারাই অন্তরালে কাজ করেছেন।

বিষয়টি প্রকাশ্যে আসলে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে পান্নুর। তিনি একজন নিউইয়র্কভিত্তিক খালিস্তানপন্থি শিখ নেতা। তবে ভারতে তিনি বিচ্ছিন্নতা ও সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বন্দুকধারীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান পরিবর্তন করেনি পশ্চিমা বিশ্ব: ফখরুল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনায় আক্রান্ত সার আত্মসাৎ মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেফতার ২ নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণ আক্তারের রিট ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন