Apan Desh | আপন দেশ

মিয়ানমারের সাবেক সেনাদের কাজে ফেরার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের সাবেক সেনাদের কাজে ফেরার নির্দেশ

ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ে নাস্তানাবুদ মিয়ানমারের জান্তা সরকার। এমতাবস্থায় সেনাবাহিনীর সাবেক সদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে। পাঁচ বছরের মধ্যে অবসরে যাওয়া সেনাসদস্যদের বাধ্যতামূলকভাবে কাজে ফিরতে হবে। এদিকে রাখাইন রাজ্যের একটি শহর দখলে নেয় বিদ্রোহীরা। তবে তিন মাস পর দখল হারিয়েছে তারা।

সশস্ত্র বিদ্রোহীদের তোপের মুখে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে জান্তা সরকার। দেশটির ৫২ শতাংশ অঞ্চল এখন বিদ্রোহীদের দখলে। লড়াই চলছে আরও ২৩ শতাংশ এলাকায়। চলতি বছরই জান্তা সরকারকে উৎখাতের ঘোষণা দিয়েছে সশস্ত্র বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। এমন পরিস্থিতিতে সাবেক সেনাসদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে জান্তা সরকারের মুখপাত্র।

গত মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি নিউজে মুখপাত্র জেনারেল জাও মিন তুন বলেন, রিজার্ভ ফোর্স আইনের আওতায় গত ৫ বছরের মধ্যে অবসর নেয়া সেনাসদস্যদের কাজে ফিরতে হবে।

আরও পড়ুন>> মিয়ানমারের ৩৩০ জনকে হস্তান্তর প্রক্রিয়া চলছে

স্থলভাগের দখল হারিয়ে আকাশপথে হামলা জোরদার করেছে জান্তার বিমানবাহিনী। মঙ্গলবার এমনই এক হামলায় রাখাইন ও চিন রাজ্যে প্রাণ হারায় শিশুসহ কয়েকজন। রাখাইনের বিদ্রোহীদের অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়া ঠেকাতে, রাজ্যটি থেকে আকাশপথে যাত্রায় বিভিন্ন নিয়ম জারি করছে দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়। 

জানানো হয়, রাখাইনের পাশাপাশি তানিনথারি অঞ্চল থেকে দেশের যেকোন স্থানে উড়োজাহাজে ভ্রমণে, বাধ্যতামূলকভাবে স্থানীয় প্রশাসনের অনুমতিপত্র নিতে হবে।

এদিকে প্রথমবারের মতো ব্যর্থতার মুখ দেখলো বিদ্রোহীদের সশস্ত্র বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। নিয়ন্ত্রণে থাকা সাগাইং রাজ্যের কাওলিন শহর ৩ মাস পর দখলে নিয়েছে জান্তা বাহিনী। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ১০ দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়