Apan Desh | আপন দেশ

মিষ্টি কুড়মা-চিংড়ির রেসিপি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১২ মার্চ ২০২৪

আপডেট: ২০:৩২, ১২ মার্চ ২০২৪

মিষ্টি কুড়মা-চিংড়ির রেসিপি

ছবি : আপন দেশ

মিষ্টি কুমড়া। সারা বছরই মিলে। কিছু দিন নিষেধাজ্ঞায় পড়লেও বছরের বেশি সময়ই হাতের নাগালে থাকে চিংডি মাছ। আজ আলোচনা করব মিষ্টি কুমড়া ও চিংড়ি দিয়ে ব্যঞ্জন রান্না নিয়ে। রেসিপিটা অল্পসময় ও অল্প ব্যয়ের। খুবই মজাদার। রান্না ঘরে যা আছে তাতেই মিটে যাবে এ রেসিপির চাহিদা। 

কি কি লাগবে?

চিংড়ি মাছ মাঝারি ৮টি। মিষ্টি কুমড়া টুকরা করে কাটা ২ কাপ। পেঁয়াজ কুচি ১ কাপ। হলুদগুঁড়া ১ চা-চামচ। মরিচ গুঁড়া আধা চা-চামচ। ধনে গুঁড়া আধা চা-চামচ। জিরা গুঁড়া আধা-চামচ। লবণ স্বাদ মতো। পানি পরিমাণ মতো। তেল ৩ টেবিল-চামচ। কাঁচামরিচ ৩-৪টি।

রান্না করা একবারে সহজ

চিংড়ি মাছের খোলস ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিন।

এবার পেঁয়াজ-কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। একটু পানি দিয়ে কষিয়ে নেবেন তখনই, যখন দেখবেন চিংড়িগুলো বেশ চকচকে। কাঁচামরিচ বাদে একে একে সব উপকরণ ঢেলে দিন। তারপর মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রাখুন। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখুন।

আর এভাবেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছে মিষ্টি কুমড়ার তরকারি। ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ।

আপন দেশ/এবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বন্দুকধারীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান পরিবর্তন করেনি পশ্চিমা বিশ্ব: ফখরুল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনায় আক্রান্ত সার আত্মসাৎ মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়: প্রধানমন্ত্রী কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেনেড ও রকেট শেলসহ গ্রেফতার ২ নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণ আক্তারের রিট ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন