Apan Desh | আপন দেশ

মিয়ানমারের সৈন্যদের দু-এক দিনে ফেরত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের সৈন্যদের দু-এক দিনে ফেরত: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনাবাহিনীসহ অনেকে বাংলাদেশে প্রবেশ করছে। তারা সবাই জীবন রক্ষার জন্য এসেছে, যুদ্ধের জন্য নয়। তবে আগামীতে মিয়ানমারের কাউকে আর দেশে ঢুকতে দেয়া হবে না। আগামী দু-এক দিনে পালিয়ে আসা সৈন্যদের ফেরত পাঠানো হবে। বিজিবি সদস্যরা সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করছে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান।

মন্ত্রী বলেন, দু-এক দিনেই পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে। মিয়ানমারে চতুর্দিকেই সমস্যা। আমাদের দিকে এর তীব্রতা বেড়েছে। তাই সেখানকার সেনাবাহিনীসহ অনেকে আমাদের দেশে প্রবেশ করছে। সবাই জীবন রক্ষার জন্য এসেছে। যুদ্ধের জন্য নয়। এখন যেই আসুক, আমরা কাউকে প্রবেশ করতে দেব না। আমাদের বিজিবি-পুলিশ সবাই অতন্দ্র প্রহরীর মতো আছেন।

আরও পড়ুন>> মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ

তিনি বলেন, যেসব সেনা কর্মকর্তারা মিয়ানমারে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তারাই দেশে এসেছেন কিনা আমরা জানি না। গণহত্যা যারা করেছেন, তাদের তালিকা নেই আমাদের কাছে। এটা আমাদের বিষয় না, আন্তর্জাতিক আদালতে এর বিচার চলছে।

আসাদুজ্জামান খান বলেন, জনবল আমাদের কম। রাতারাতি অনেক কিছুই করতে পারি না। তবে আমাদের লক্ষ্য আছে। ২২ জেলায় পুলিশের স্থাপনা নেই। সমস্যা মোকাবেলা করেই এগিয়ে যাওয়া হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্ঘটনা কিংবা ছিনতাই আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা এগুলো নিরসনেও কাজ করছি।

এ সময় বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিরোধী দল নয়। জাতীয় সংসদে তাদের কোনও অস্তিত্ব নেই। তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, তাই তারা গণপরিবহনে আগুন দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। হাইওয়ে পুলিশ দক্ষতায় সাথে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি।

আরও পড়ুন>> বাংলাদেশে ঢুকলো আরও ৬৩ বিজিপি সদস্য

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান একই অনুষ্ঠানে বলেন, ড্রাইভিং খাতে ভর্তুকি লাগবে। বিশ্ব ব্যাংক ও পুলিশের তথ্য, যাত্রী কল্যাণ সমিতি কোথায় পেয়েছে। এটার গবেষণার প্রয়োজন। আমি জোর দিয়ে বলছি, দুর্ঘটনা কমেছে। চালকরা মানুষের শত্রু হোক, এটা আমরা চাই না।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের প্রতিটি ইউনিটকে স্মার্ট করার মাধ্যমে জবাবদিহিতা সুনিশ্চিত করা হচ্ছে। সড়কে সিসিটিভির উপকারিতা এরইমধ্যে পেতে শুরু করেছে জনগণ। একটি দল নাশকতা করে সরকার, পুলিশের উপর দোষ চাপিয়ে দিতে চেয়েছিল। নির্বাচনের আগে সরকারকে বিব্রত করার এ চেষ্টা নস্যাৎ করা হয়েছে- এ সিসিটিভি প্রযুক্তির মাধ্যমেই।

তিনি আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা প্রয়োগ করছি। আমরা কারও প্রতি নমনীয় নই।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়