Apan Desh | আপন দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ২১:১৫, ১৯ জুলাই ২০২৩

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

ছবি : আপন দেশ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এই ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

>>> আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। তবে, ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে। পরদিন রোববার (৩০ জুলাই) থেকে নিয়মিত ক্লাস হবে।

উল্লেখ্য , আগামী ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি বাতিল করায় এখন আর হচ্ছে না। অর্থাৎ এ সময়ে যথারীতি পাঠদান চলবে। 

আপন দেশ/ এমআর/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ