Apan Desh | আপন দেশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১৯ জুলাই ২০২৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই

ফাইল ছবি

এসএসসি ও সমমান ২০২৩ শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই প্রকাশ করা হবে। বুধবার (১৯ জুলাই) তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন ফল প্রকাশের সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

আরও পড়ুন: মাউশির চিঠিতে ক্ষুব্ধ শিক্ষকরা রাজপথেই থাকবেন

২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ মে শেষ হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

আপন দেশে/এমআর/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ