Apan Desh | আপন দেশ

বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন জাকির তালুকদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ২৮ জানুয়ারি ২০২৪

বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন জাকির তালুকদার

ছবি: ফেসবুক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। এক দশক আগে অর্থাৎ ২০১৪ সালে পুরস্কারটি পান তিনি। রোববার (২৮ জানুয়ারি) নিজের ফেরিভাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তাতে লেখেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ এর সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পুরস্কার ফেরতের একটি চিঠি, এক লাখ টাকার চেকের ছবি সংযুক্ত করেছেন। 

এ বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি।

পুরস্কার ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, বাংলা একাডেমি যেভাবে চলছে, এটাতে সন্তুষ্ট নই। এটাই পুরস্কার ফিরিয়ে দেয়ার কারণ। প্রতিষ্ঠানটির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেয়া।

আরও পড়ুন>> বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ গুণী

এ কথাসাহিত্যিক বলেন, প্রতিষ্ঠানটিতে আড়াই দশক ধরে নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।

তবে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, আমরা এখনো এ ধরনের কিছু অফিসিয়ালি জানি না।

জাকির তালুকদারের বেড়া ওঠা নাটোরে। পেশায় চিকিৎসক। স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন স্বাস্থ্য অর্থনীতিতে। চিকিৎসা ও গবেষণায় কাজ করেছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কুরসিনামা, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ তিন ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়