Apan Desh | আপন দেশ

‘ঈদের আগে নাবিকদের ফেরতের চেষ্টা ব্যর্থ হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৪৮, ৯ এপ্রিল ২০২৪

‘ঈদের আগে নাবিকদের ফেরতের চেষ্টা ব্যর্থ হয়েছে’

ছবি: সংগৃহীত

জিম্মি ২৩ নাবিককে ঈদের আগে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে। চলতি মাসেই নাবিকসহ জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ উদ্ধার করা সম্ভব হবে। এ লক্ষ্যে কাজ চলছে। জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এমনটি জানান।  

প্রতিমন্ত্রী বলেন, ‘জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিককে উদ্ধারের তৎপরতা চলছে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে তাদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পারব। চেষ্টা করেছিলাম তাদের ঈদের আগে ফিরিয়ে আনতে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘নাবিকদের সঙ্গে নানাভাবে যোগাযোগ হচ্ছে। জলদস্যুরা কিছু একটা পাওয়ার জন্য জিম্মি করেছে নাবিকদের। কিন্তু তাদের কত টাকা দিতে হবে এটা বলা যাচ্ছে না।’ 

ঈদযাত্রা নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুর কারণে ঈদে নৌযাত্রা অনেক শৃঙ্খল রয়েছে। এখন ভোগান্তি নেই। তবে যাত্রীদের চাপ আছে। কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে।’ 

গত ১২ মার্চ ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। এখনো ওই নাবিকরা জিম্মি অবস্থাতেই রয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ