Apan Desh | আপন দেশ

সাড়ে ৭ বছর পর শেরপুর আওয়া লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৮ ডিসেম্বর ২০২২

সাড়ে ৭ বছর পর শেরপুর আওয়া লীগের সম্মেলন

সংগৃহীত ছবি

দীর্ঘ সাড়ে ৭ বছর পর শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর)। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও দলের মধ্যেকার দুটি গ্রুপের মধ্যে শীর্ষ দুই পদ পেতে শুরু হয়েছে লবিং গ্রুপিং।

সভাপতি-সম্পাদক পদে অন্তত ১০ জনের নাম উচ্চারিত হচ্ছে। জেলা আ. লীগের বর্তমান নেতৃত্বের অংশের নেতারা আতিক-চন্দন জুটিই আবারো সভাপতি-সম্পাদক পদে থাকছেন বলে ধারণা করছেন।

অপরদিকে বর্তমান নেতৃত্বের পরিবর্তন আনার লক্ষে দলের আরেকটি অংশ সক্রিয় রয়েছেন।

শেরপুর জেলা আ. লীগের সম্মেলন উপলক্ষে শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। নেতাকর্মীদের শুভেচ্ছা তোরণ, ব্যানার, ফেস্টুন, প্যানায় ছেয়ে গেছে পৌরপার্কসহ আশপাশের রাস্তাঘাট-এলাকা। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রিয় আ. লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, কেন্দ্রিয় আ. লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। জেলা আ. লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এতে আ. লীগের স্থানীয় অন্যান্য সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়