Apan Desh | আপন দেশ

রাজধানীর ৩৫ স্থানে তৃষ্ণার্তদের পানি, ছাতা দিল যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীর ৩৫ স্থানে তৃষ্ণার্তদের পানি, ছাতা দিল যুবলীগ

ছবি: আপন দেশ

দেশে চলছে অতিমাত্রায় তাপদাহ। জনজীবন হাসফাস। সেবা হিসেবে ঢাকায় সাধারণের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। নগরের ৩৫টি স্থানে আওয়ামী লীগের অন্যতম এ সংগঠন সুপেয় পানি সরবরাহ, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শতাধিক ছাতা বিতরণ করেছে।

শুক্রবার (২৬এপ্রিল) বেলা ১১টায় ফার্মগেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজেল শামস্ পরশ।

পরশ বলেন, যুবলীগ সর্বদা নিপীড়িত মানুষের স্বার্থে রাজনীতি করে। তীব্র তাপদাহে মানুষের কষ্ট হচ্ছে, তখন আমাদের যুবলীগের নেতা-কর্মীরা ঘরে বসে নাই। আমাদের নেত্রী সেই শিক্ষা দেয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পাঠিয়েছেন সুপেয় পানি দিয়ে তৃষ্ণা মিটাবার জন্য, কষ্ট লাঘব করার জন্য। তেমনি তিনি বিশ্ব দরবারে শান্তির দূত হিসাবে নিজেকে তুলে ধরেছেন। তিনি গাজায় নিপীড়িত-শোষিত মানুষের অধিকারের কথা বলিষ্ঠ কণ্ঠে বলেছেন। তিনি যুদ্ধ বন্ধের জোর দাবি তুলেছেন এবং সকল যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন-শেখ হাসিনা মানবতার নেত্রী। 

ঢাকা মহানগর উত্তর

গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর (টাউন হল), ফার্মগেট, মহাখালী, বনানী (আতাতুর্ক এভিনিউ), গুলশান-১, গুলশান-২, পল্লবী, উত্তরা (রাজলক্ষ্মী), বাড্ডা (লিংক রোড), ভাটারা (নতুন বাজার), রামপুরা, মিরপুর-১, মিরপুর-১০, তেজগাঁও (ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে) বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। 

ঢাকা মহানগর দক্ষিণ

ধানমণ্ডি-৩২, ধানমণ্ডি-৩/এ, কামরাঙ্গীরচর, নিউ মার্কেট, শাহবাগ, ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, যাত্রাবাড়ী মোড়, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, মতিঝিল, পল্টন, কাকরাইল মসজিদ, তাঁতীবাজার মোড়, চকবাজার, কমলাপুর, দৈনিক বাংলা মোড়ে পানি, ছাতা ও লিফলেট বিতরণ করে যুবলীগ।

মানবিক এ কর্মসূচির নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর উত্তরের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। 

দক্ষিণের কর্মসূচির সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়