Apan Desh | আপন দেশ

এমভি মৌমনির ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ২৫ এপ্রিল ২০২৪

এমভি মৌমনির ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় কার্গো জাহাজডুবির ঘটনায় ১১ নাবিক উদ্ধার হয়েছে। তবে এখনও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের উদ্ধার করে ট্রলারের মাঝি-মাল্লারা।

স্থানীয় বাসিন্দা কালা মিয়া জানায়, এমভি মৌমনি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাসানচরের পূর্ব অংশে ইসলাম চর এলাকায় জাহাজটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ১২ নাবিক ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসতে থাকে। এ সময় তারা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান। 

পরে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড সহযোগিতার জন্য ঘটনাস্থলে রওনা হয়। একটি মাছ ধরার ট্রলার এমভি মৌমনির কাছাকাছি ছিল। ট্রলারের মাঝিরা নাবিকদের উদ্ধারে এগিয়ে আসেন।

আরও পড়ুন>> হাতিয়ায় ১২ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছার আগেই জেলেদের একটি বোর্ড নাবিকদের উদ্ধার করে। তাদেরকে নিরাপদে পৌঁছানোর সব ব্যবস্থা করছে কোস্টগার্ড। তবে এখনো এক নাবিক নিখোঁজ রয়েছে।   

আপন দেশ/জিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়