Apan Desh | আপন দেশ

নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ২৩ এপ্রিল ২০২৪

নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠান দুটিকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।

তিনি বলেন, উপজেলার শুটিবাড়ী বাজার ও মতির বাজারে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির দায়ে ঝিলিক হোটেল এণ্ড রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আরেকটি ওষুধের দোকানকে শ্যাম্পল বিক্রির দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তার অধিকার নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও ডিমলা থানা পুলিশের সদস্যরা।

আপন দেশ/আরএস/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ