Apan Desh | আপন দেশ

এবার বাছুরের ৬ পা!

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ১৬ ডিসেম্বর ২০২২

এবার বাছুরের ৬ পা!

ছবি: সংগৃহীত

সাপের পাঁচ পা শুনেছেন অনেক। মানুষের তিন পা’র খবরও বেশ আগেকার। কিন্তু ৬ পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় বিরল এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক হৈচৈ পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছে বহু মানুষ।

উপজেলার বগুড়া ইউনিয়নের নাগিরহাট গ্রামে গত বুধবার (১৪ ডিসেম্বর) সকালে এ বাছুরের জন্ম হয়। মামুন মন্ডলের বাড়িতে একটি গাভি ওই বাছুরটির জন্ম দেয়। চারটি পা স্বাভাবিক থাকলেও বাছুরটির ঘাড়ের কাছে আরো অতিরিক্ত ২টি পা দেখা যাচ্ছে।

চিকিৎসক জানিয়েছেন, বাছুটির পা ৬টি হলেও শারীরিক কোনো সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে এই বাছুর।

এ নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে ৬টা পা হলেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবেনা। শুধু অতিরিক্ত পাগুলো বাড়বে না।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়