
ছবি: আপন দেশ ডটকম
ভোলার শশীভূষণ থানা এলাকায় বউ শ্বাশুড়ীকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নিজবাড়ী থেকে মিনারা বেগম (৫৮) ও তামান্না আক্তারকে (২২) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শশীভূষণ থানার ওসি তদন্ত পুলিশ পরির্দশক জিল্লু রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। এ সময় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর রত্তন মিস্ত্রিরির বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মিনারা বেগম ও ছেলে দুলাল হোসেনের স্ত্রী তামান্না আক্তারকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন,আটককৃত দুই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপন দেশ ডটকম/ সবুজ