Apan Desh | আপন দেশ

জামায়াতের মিছিল-সমাবেশ নিষিদ্ধের আবেদন আপিল বিভাগ শুনবেন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ৩ আগস্ট ২০২৩

জামায়াতের মিছিল-সমাবেশ নিষিদ্ধের আবেদন আপিল বিভাগ শুনবেন 

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চাওয়ার আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত।

আগামী ১০ আগস্ট তারিখ রাখা হয়েছে। এদিন আবেদনটি কার্যতালিকায় রাখার কথা জানিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আবেদনটি দ্রুত শুনানির জন্য আরজি জানালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির এ তারিখ দেন।

আদালতে আবেদনের পক্ষের আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করিম বলেন, জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশ নিষিদ্ধ চেয়ে ও দলটির নেতাদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার আবেদন করেছি। এর মধ্যে জামায়াত ৪ আগস্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আবেদনটি দ্রুত শুনানি হওয়া দরকার। 

তখন প্রধান বিচারপতি বলেন, আগামী বৃহস্পতিবার (১০ আগস্ট) আবেদনটি কার্যতালিকায় ৩৫ ক্রমিকের মধ্যে থাকবে।

মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ২৬ জুন আবেদন করেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ