Apan Desh | আপন দেশ

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৫:০২, ২৬ মার্চ ২০২৩

আপডেট: ০৫:০৬, ২৬ মার্চ ২০২৩

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

ছবি : আপন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও টেক জায়ান্ট গুগলের ডুডলে শোভা পাচ্ছে দেশটির পতাকা। 

শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এই ডুডলটি চালু করেছে। 

গুগল সার্চের হোম পেজে প্রবেশ করতেই চোখে পড়বে, সবুজের উপরে সাদা অক্ষরে গুগলের নাম এবং তার উপরে উড়ছে লাল-সবুজের স্বাধীন বাংলার পতাকা। 

পতাকার উপরে ক্লিক করলেই পর্দাজুড়ে দেখা যাবে আতসবাজির আলোকছটা। এ ছাড়া দেখাবে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন তথ্য। সেখানে গুগল জানাচ্ছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় রোববার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে এবং গুরুত্ব ব্যক্তিদের জন্ম-মৃত্যুর স্মরণে গুগল ডুডল দেখতে পাওয়া যায়। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়