Apan Desh | আপন দেশ

থাইল্যাণ্ডে ১৯ বাংলাদেশি আটক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ২৩ জুন ২০২৩

আপডেট: ১৬:২০, ২৩ জুন ২০২৩

থাইল্যাণ্ডে ১৯ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ইমিগ্রেশন পুলিশ দেশটির দক্ষিণে অবস্থিত ব্যাং ক্লাম জেলায় ১৯ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল।

এছাড়া আটক হয়েছে আরও ৪ জন থাই নাগরিক। এরমধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই গাড়ির চালক।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে।

বাংলাদেশি অভিবাসীরা বলেছেন, তারা প্রথমে আকাশপথে কম্বোডিয়ায় পৌঁছান এবং সেখান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে তাদেরকে সামুত প্রাকানে নিয়ে যাওয়া হয়। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে তিন লাখ ৫০ হাজার টাকা করে নেয়া হয়েছে।

অবৈধ প্রবেশের অভিযোগে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য আটককৃত ওই বাংলাদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ