Apan Desh | আপন দেশ

রাতের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

রাতের তাপমাত্রা কমতে পারে

ছবি: সংগৃহীত

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। আর দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে। 

আবহাওয়া অফিস বলছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনি ও রবিবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এ সময়ে ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়