Apan Desh | আপন দেশ

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ২৪ ডিসেম্বর ২০২৩

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত

ছবি : সংগৃহীত

যশোরের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোর-চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের পারভেজ ও মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নাজমুল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন <> বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে ঝিনাইদহের মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথিমধ্যে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত হন। 

খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, সকাল ৫টা ৪৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুষিবোঝাই ট্রাকটি উল্টে গেছিল তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমরা স্পট ডেড হিসেবে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, আমরা রেল লাইনের উপরে পড়া থাকা ভুষি পরিষ্কার করি। পরে পুলিশ এসে ট্রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ