Apan Desh | আপন দেশ

হিরো আলম কাকে ভোট দিলেন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ৭ জানুয়ারি ২০২৪

হিরো আলম কাকে ভোট দিলেন

ছবি: সংগৃহীত

ভোটের দিন ছিল আজ। ভোটগ্রহণ শেষ হয়ে এখন চলছে গণনা। ফলাফলের অপেক্ষায় সাধারণ জনগণসহ প্রার্থীরাও। এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী। তবে নিজেকে ভোট দিতে পারেননি তিনি। এর কারণ ওই আসনের ভোটার নন হিরো আলম।

আরও পড়ুন>> অপু বিশ্বাস সংরক্ষিত আসনে মনোনয়ন চান

রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-৬ সদর আসনের এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেয়ার পর প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, তিনি বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের (ডাব মার্কা) প্রার্থী। কিন্তু ভোটার বগুড়া-৬ এর এরুলিয়াতে। আর দুটি আসন পাশাপাশি হওয়ায় তিনি সদরে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে না পারায় তার দুঃখ নেই। 

এর আগে, শনিবার (৬ জানুয়ারি) সকালে হিরো আলমের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনি ভীত হননি বলেও জানিয়েছেন হিরো আলম। তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ ভালো আছে। কারচুপি না হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ